চলমান সংবাদ

ভারি বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ধস

কয়েকদিনের টানা ভারি বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় রাস্তায় একটি পাহাড় ধসে পাঁচটি বৈদ্যুতিক খুঁটি ও একাধিক গাছ উপড়ে পড়েছে। তবে এতে কেউ হতাহত হননি। শুক্রবার (৩০ জুলাই) ভোরে স্মরণ চত্বরের (জিরো পয়েন্ট) পশ্চিম পাশে কাটা পাহাড়ের মাঝে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাস্তা থেকে গাছ ও মাটি পরিষ্কারের কাছ করছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, কয়েকদিনের টানা ভারি বৃষ্টিতে কাটা পাহাড়ের একটি অংশ ধসে গেছে। রাস্তার ওপর পাঁচটি বিদ্যুতের খুঁটি, দুইটি গাছ ও মাটি এসে পড়েছে। এছাড়া কয়েকটি গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এসব সরিয়ে রাস্তা চলাচল উপযোগী করতে কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ভারী বর্ষণে পাহাড় ধস, গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় মেরামতের কাজের জন্য কাটা পাহাড় সড়ক বন্ধ রাখা হয়। বর্তমানে বৈদ্যুতিক সংযোগ বন্ধ রয়েছে। রাস্তা থেকে পাহড়ের মাটি ও গাছ সরানো এবং খুঁটি মেরামতের কাজ চলছে। নতুন খুঁটি লাগানোর ব্যবস্থা করছি। এরআগে ভারি বর্ষণের কারণে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মাইকিং করেছে প্রশাসন।’ # ৩০.০৭.২০২১ চট্টগ্রাম #