চলমান সংবাদ

কোভিড: বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণে একদিনে মৃত্যু ২৩৯ জনের, টানা পাঁচদিন ধরে মৃত্যু দুইশো’র ওপর

কোভিড রোগী

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ হাজার ২৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ২৭১ জন।

এ নিয়ে দেশটিতে মোট ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জন কোভিড রোগী শনাক্ত হলেন।

একদিনে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে ১২৩ জন পুরুষ এবং ১১৬ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ২৮২টি। নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ছিল ২৯.২১ শতাংশ।

ঢাকা বিভাগে কোভিডে বেশি মৃত্যু

গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। ২৮শে জুলাই সকাল ৮টা থেকে ২৯শে জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের জন্য দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৬ জন মারা যাওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এরপরেই রয়েছে চট্টগ্রাম, সেখানে মৃত্যু হয়েছে ৫৭ জনের।

এরপরে খুলনা বিভাগে মৃতের সংখ্যা ৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৩৬ জন, আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৫০ হাজার ২২০ জন।

সূত্রঃ বিবিসি বাংলা