চলমান সংবাদ

বিদেশী জাহাজের তেল চোরাইপথে খোলাবাজারে, গ্রেপ্তার ২

চট্টগ্রাম বন্দরে আসা বিদেশি জাহাজ থেকে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ করে খোলাবাজারে বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে দুই হাজার ৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। সোমবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিমানবন্দর সড়ক থেকে তাদের গ্রেপ্তার ও তেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মিন্টু বড়–য়া (৩০) ও মো. শওকত (৩৬)। র‌্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, জব্দ করা জ্বালানি তেলের মধ্যে আছে ডিজেল, অকটেন ও মবিল। চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে আসা বিদেশি জাহাজ থেকে একটি চোরাকারবারি চক্র জ্বালানি তেলগুলো সংগ্রহ করে। শুল্ক ফাঁকি দিয়ে সেই তেল দেশের বাজারে সরবরাহ করে। অবৈধভাবে বিক্রয় করায় সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। উদ্ধার হওয়া এসব তেলের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা। তিনি বলেন, ‘বিমানবন্দর সড়কে বিক্রির উদ্দেশ্যে ডিজেল, অকেটন ও মবিলগুলো রাখার পর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালান। গ্রেপ্তারকৃতরা বিদেশ থেকে আসা জাহাজ হতে অবৈধ উপায়ে জ্বালানি তেল বেচাকেনায় জড়িত। এছাড়া সরকারি ও বেসরকারি গাড়ি ও প্রতিষ্ঠান থেকেও কম দামে চোরাই ডিজেল ও অকটেন কিনে তারা বেশি দামে বিক্রি করেন। এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার তেলসহ গ্রেপ্তারকৃতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। অভিযোগ রয়েছে, বন্দর, পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকার সড়কের পাশে গড়ে উঠা শতাধিক অবৈধ চোরাই তেলের দোকানে দৈনিক কয়েক লাখ টাকার তেল বেচাকেনা হয় প্রশাসনকে ম্যানেজ করেই।

# ২৭.০৭.২০২১ চট্টগ্রাম #