চলমান সংবাদ

দেশ বিরোধী ষড়যন্ত্রে সক্রিয় জামায়াত নাশকতা সৃষ্টির পরিকল্পনায় গোপন বৈঠক, গ্রেপ্তার ১৯

চলমান কঠোর লকডাউনে গোপনে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। দেশের স্বাধীনতা বিরোধী দল হিসেবে স্বীকৃত জামায়াত মধ্যরাতে ‘সরকার বিরোধী’ ষড়যন্ত্র করছিল। চলমান লকডাউন ভেঙে রাজপথে নেমে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করতে জড়ো হয়েছিল এই সংগঠনের নেতাকর্মীরা। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলাই ছিল তাদের উদ্দেশ্য। নাশকতা সৃষ্টির পরিকল্পনা করতে গোপন বৈঠকের সময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর চান্দগাঁও থানার ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের অদুরপাড়ার একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশকিছু সাংগঠনিক কাগজপত্র, যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর বই, সাংগঠনিক রিপোর্ট খাতা, চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। ওই বৈঠক থেকে জামায়াতের চান্দগাঁও থানা উত্তর ইউনিটের সভাপতি হাসান মোহাম্মদ ইয়াসিন, সেক্রেটারি রফিক উদ্দিন, সহকারী বায়তুলমাল সম্পাদক এস্কান্দরসহ কয়েকজন দায়িত্বশীল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এরশাদ, সাইফুল আলম, ফরহাদ, মোরশেদ আলম, জাবেদ হোসেন, বেলাল, ইছাক নামে সংগঠনের রুকন, সাথী পর্যায়ের কয়েকজনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযানের সময় কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সরকার বিরোধী পরিকল্পনা করতে কয়েকজন দুষ্কৃতকারী গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে চান্দগাঁওয়ের আদুরপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, চলমান লকডাউন ভেঙে রাজপথে নেমে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করতে তারা জড়ো হয়েছিল। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলাই ছিল তাদের উদ্দেশ্য। নাশকতা সৃষ্টির পরিকল্পনা করতেই তারা গোপন বৈঠক করছিল। ওসি বলেন, গ্রেপ্তারকৃতদের মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রথম পর্যায়ে সংগঠনের নেতা পর্যায়ের ৪ জনকে ৫ দিনের রিমান্ডে আনার আবেদন করা হয়। পর্যায়ক্রমে সকলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

# ২৭.০৭.২০২১ চট্টগ্রাম #