চলমান সংবাদ

চট্টগ্রম বন্দরে ডুবেছে অয়েল ট্যাংকার বাঁশখালীতে ডুবেছে ৪টি ফিশিং ট্রলার, নিখোঁজ ৩

চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকায় বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়ায় উত্তাল সাগরের প্রচন্ড ঢেউয়ে তলা ফেটে একটি অয়েল ট্যাংকার ডুবে গেছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে পতেঙ্গা লাইটহাউজ থেকে ২ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে বড় জাহাজে তেল সরবরাহকারী ‘এমটি সুফলা’ নামে বাংকার বার্জটি (ছোট অয়েল ট্যাংকার) ডুবে যায়। তবে নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। ট্যাংকার ডুবির ঘটনায় বন্দরে জাহাজ চলাচলে কোনো বিঘœ হচ্ছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আরেকটি জাহাজের সাহায্যে ট্যাংকারটি নিরাপদ স্থানে সরানোর কার্যক্রম চলছে। চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, সুফলা অয়েল সাপ্লাইয়ার কোম্পানির বাংকার বার্জটি কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে লাইটারেজ জাহাজে জ্বালানি তেল সরবরাহ করে। মঙ্গলবার দুপুরে পতেঙ্গায় ১৮ নম্বর ঘাটে ২২০০ লিটার তেল নিয়ে গিয়েছিল বার্জটি। লাইটারেজ জাহাজে তেল সরবরাহ করে ফেরার পথে বার্জটির ইঞ্জিন বিকল হয়ে যায়। জোয়ারের কারণে সেটি ভেসে ভেসে পতেঙ্গা জেলেপাড়া এলাকায় গিয়ে পৌঁছে। খবর পেয়ে একই কোম্পানির ‘এমটি মদিনা’ নামে আরেকটি অয়েল ট্যাংকার সেখানে গিয়ে বার্জে থাকা চারজন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে। অয়েল ট্যাংকারটি পরে এমটি সুফলাকে নিয়ে রওনা দেয়। ফেরার পথে দুইটি ট্যাংকারই ফের প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে। এতে এমটি সুফলার তলা ফেটে যায় এবং সেটি ডুবে যায়। সুফলা অয়েল সাপ্লাইয়ার কোম্পানির উদ্ধারকারী জাহাজ দিয়ে বার্জটি উদ্ধারের চেষ্টা চলছে। জাহাজটি ডুবে যাওয়ার কারণে চট্টগ্রাম বন্দর ও এর সংলগ্ন এলাকায় জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি। বন্দর চ্যানেল নিরাপদ আছে। এমটি সুফলার কর্মকর্তা মোহাম্মদ হান্নান বলেন, জাহাজটি মাদার ভ্যাসেলে তেল সরবরাহ করতে আউটারে গিয়েছিল। সেখানে ইঞ্জিন বিকল হলে ¯্রােতের টানে জাহাজটি অন্যত্র চলে যায়। সেখান থেকে আমাদের অপর জাহাজ এমটি মদিনা এমটি সুফলাকে উদ্ধার করে টেনে উপকূলে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু এতে সুফলার তলা ফুটো হয়ে ডুবে যায়। তবে সব নাবিক নিরাপদে আছে। জাহাজটিও উদ্ধারের কাজ চলছে। এদিকে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে চারটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় তিনজন জেলে নিখোঁজ আছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে চট্টগ্রামের বাঁশখালী বাংলাবাজার ঘাটের অদূরে গ্যাসের ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারগুলো হচ্ছে এফবি মুশফিক, এফবি ফারুক, এফবি কেফায়াতুল্লা, এফবি নন্না মিয়া। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান চালাচ্ছে। বাংলাবাজার ফিশিং ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, চাম্বল এলাকার প্রায় ২০টি ফিশিং ট্রলার মাছ ধরার জন্য মঙ্গলবার ভোরে বাংলাবাজার ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৮ টার দিকে ফিশিং ট্রলারগুলো মধ্যে চারটি ঝড়ের কবলে পড়লে মুহুর্তের মধ্যে লন্ডভন্ড হয়ে সমুদ্রের পানিতে বিলীন হয়ে যায়। মাঝি-মাল্লারা পানিতে ভাসতে ভাসতে অন্য ফিশিং ট্রলারের সহযোগিতায় প্রাণ রক্ষা পান এবং উপকূলে চলে আসে। তবে ডুবে ট্রালারের ৩ মাঝি-মাল্লার খোঁজ এখনো মেলেনি বলে জানান চাম্বল বাংলাবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি হেফাজতুল ইসলাম। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘চারটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তিনজন নিখোঁজ রয়েছেন বলে ট্রলার মালিকরা জানিয়েছেন। আমরা কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করেছি। তারা উদ্ধারকাজ চালাচ্ছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ভারি বর্ষণের সতর্কবাণীতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বুধবার চট্টগ্রামসহ দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কবাণীতে জানানো হয়। # ২৭.০৭.২০২১ চট্টগ্রাম #