চলমান সংবাদ

ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিংয়ের পরলোক গমন

 রুমানিয়ার একটি হাসপাতালে গত শুক্রবার অস্ত্রোপচারের সময় ৭৬ বছর বয়সে মারা গেছেন ব্রিটিশ সাংবাদিক ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সায়মন ড্রিং। তার আত্মীয় ক্রিস বার্লাসের বরাতে এ তথ্য জানায় একটি গণমাধ্যম।   ইংল্যান্ডের নরফোকে ১৯৪৫ সালের ১১ জানুয়ারি জন্ম নেন সায়মন ড্রিং। রয়টার্স, টেলিগ্রাফ এবং বিবিসির হয়ে বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। বড় রকমের ঝুঁকি আর সাহসিকতার সাথে তিনি ১৯৭১ সালে পাকিস্তানের সেনা বাহিনীর নিধনযজ্ঞের খবর বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন। একাত্তরের চরম দুঃসময়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোয় এই ব্রিটিশ সাংবাদিককে ২০১২ সালে মুক্তিযুদ্ধ সম্মাননায় ভূষিত করে বাংলাদেশ সরকার।  মৃত্যুকালে তিনি স্ত্রী ফিয়োনা ম্যাকফারসন , ইভা ও ইনডিয়া এবং তানিয়া নামে তিন মেয়ে রেখে গেছেন।