চলমান সংবাদ

সাবেক ছাত্রনেতা মোহাম্মদ হারুন স্মরণে শোক সভা অনুষ্ঠিত

প্রগতির যাত্রীর উদ্যোগে ১০ জুলাই, ২০২১, শনিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির প্রাক্তন সভাপতি, কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ হারুন স্মরণে ভার্চুয়াল শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মোহাম্মদ হারুনের অকাল মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা বলেন মোহাম্মদ হারুন ছাত্র জীবন থেকে গরীব মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করেছেন। এমনকি প্রবাসে এসেও তিনি তাঁর দর্শন থেকে নিজেকে বিযুক্ত করেন নি। বরং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দারিদ্র, বৈষম্য ও শোষণ বঞ্চনা অবসানে কাজ করে গেছেন। তিনি জীবনের শেষদিন পর্যন্ত বাংলাদেশ ও দেশের মানুষকে ভালবেসেছেন।
সভায় শোক সংগীত পরিবেশন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন নেত্রী রুবিনা শম্পা।
বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকমোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ফয়েজউল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্পাদক
এডভোকেট হাসান তারিক চৌধুরী, বেসরকারি প্রতিষ্ঠান ইপসা’র প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুর রহমান, সাংবাদিক ও ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির প্রাক্তন সভাপতি হাসান ফেরদৌস, মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক সুলেখা পাল, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির প্রাক্তন সভাপতি ডা. আরিফ বাচ্চু, প্রগ্রেসিভ ফোরাম, ইউ এস এ’র সাধারণ সম্পাদক আলীম উদ্দিন, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কমিটির প্রাক্তন সভাপতি জাকির হোসেন বাচ্চু , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের
এসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক রাসেল, উদীচী, জ্যামাইকা, যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম আহ্বায়ক হিরো চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির প্রাক্তন সহ সভাপতি প্রকাশ ঘোষ, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক সুভাষ বড়ুয়া টিংকু, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি রিপায়ন বড়ুয়া, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এনি সেন প্রমূখ।

অনুষ্ঠানটি নিচের ইউ টিউব লিংকে ক্লিক করলে দেখা যাবে-

https://youtu.be/Xqq-HtENyIM