চলমান সংবাদ

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা কোপা কাপ চ্যাম্পিয়ন

-নেইমারের চোখে জল, মেসির মুখে হাসি।

চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টাইন খেলোয়াড়দের মেসিকে নিয়ে বিজয় উল্লাস

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লিওনেল মেসি নিজের দেশকে এনে দিতে পারলেন কাঙ্খিত ট্রফিটা। রিও ডি জেনেরিও শহরের মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে (Copa America 2021) ব্রাজিলকে হারিয়ে শেষ হাসি হাসল আর্জেন্টিনা। ২৮ বছর পর কোপা জয় আর্জেন্টিনার।অ্যানহেল ডি মারিয়ার এক মাত্র গোলে ‘সাউথ আমেরিকান ক্লাসিকো’ জিতে নিল লা আলবিসেলেস্তে। উল্লেখ্য, ১৯৯৩ সালের পর প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি জেতে আর্জেন্টিনা। এদিন ম্যাচের মাত্র ২২ মিনিটে গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা। ডি পলের বাড়ানো ক্রস থেকে ডি মারিয়ার বুদ্ধিদীপ্ত লফটেড শটে গোলে পাঠিয়ে দেন। ২০০৪ সালের পর কোপা আমেরিকার ফাইনালে গোল করলেন কোনও আর্জেন্টিনার ফুটবলার।এই গোলই লিওনেল স্কালোনির দলের হয়ে ইতিহাস লিখে দিল। গত আসরের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের মাটিতে ট্রফি ধরে রাখতে পারেননি। যে ব্রাজিল গোটা টুর্নামেন্টে ঝড় তুলেছিল, সেই ব্রাজিল আজ ফাইনালে কোথায় যেন হারিয়ে গেল। নেইমার-পাকুয়েতাদের আজ আলাদা করে খুঁজতে হলো।

# ১১ জুলাই ২০২১, প্রগতির যাত্রী স্পোর্টস ডেস্ক #