চলমান সংবাদ

মস্কোতে তালেবান প্রতিনিধি দল

-আফগান রাজনীতিতে কি নতুন মেরুকরণ?

তাজিকিস্তান-আফগানিস্তান সীমান্তে আক্রমন না চালানোর প্রতিশ্রুতি রাশিয়াতে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষিত তালেবানদের চার সদস্যের এক প্রতিনিধি দল তাদের কাতারের রাজনৈতিক কার্যালয় থেকে রুশ প্রশাসনের সাথে আলোচনার উদ্দেশ্যে মস্কেতে পৌছেছে। সংস্হাটির মুখপাত্র মুহাম্মদ সোহেল শাহীন জানিয়েছে, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শেখ শাহাবুদ্দীন দেলোয়ার। উল্লেখ্য, এ বছরের মার্চে তালেবানদের একটি প্রতিনিধিদল আফগানিস্তানের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা পর্বে আমেরিকা, রাশিয়া, চীন, পাকিস্তানের সাথে এক যৌথ সভায় অংশগ্রহনের জন্য মস্কোতে উপস্হিত ছিল। সংস্হাটির মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়, তালেবানেরা তাজিকিস্তান ও আফগান সীমান্তে কোন ধরনের আক্রমন চালাবে না। এবং সাথে প্রতিনিধিদল মস্কোকে এই মর্মে নিশ্চিত করছে যে, সামরিক অভিযানের মধ্য দিয়ে আফগানিস্তান দখলের কোন পরিকল্পনা তাদের নেই।

#৯ জুলাই ২০২১, প্রগতির যাত্রী ডেস্ক #