চলমান সংবাদ

চট্টগ্রামে করোনা শনাক্তে ফের রেকর্ড, মৃত্যু ১০

সারাদেশের মতো চট্টগ্রামেও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই নতুন করে সংক্রমণের নতুন রেকর্ড হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১০০ নমুনা পরীক্ষা করে জেলায় রেকর্ড ৭৮৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। গত এক দিনে মৃত্যু হয়েছে দশ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৭ দশমিক ২৮ শতাংশ। বর্তমানে নগরের পাশাপাশি উপজেলায় বাড়ছে করোনা সংক্রমণ। চিকিৎসকরা বলছেন ভারতীয় ধরনে (ডেল্টা ভেরিয়েন্ট) চট্টগ্রামে সংক্রমণ হার বাড়ছে। একই সঙ্গে হাসপাতালেও রোগীর চাপ ক্রমাগত বাড়ছে। শুক্রবার (৯ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে এ পর্যন্ত ৬৩ হাজার ৬৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৪৯ হাজার ২৮২ জন। উপজেলার ১৪ হাজার ৪১৪ জন। নতুন করে শনাক্ত ৭৮৩ জনের মধ্যে ৫১০ জন চট্টগ্রাম মহানগরী এং ২৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের ৪৩ জন হাটহাজারির, ৪২ জন সীতাকুন্ডের এবং ৩৭ জন মিরসরাই উপজেলার। নতুন ১০ মৃত্যুর মধ্যে দুজন উপজেলার, আটজন নগরের। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭৫৪ জন। এর মধ্যে ৪৮৮ জন নগরের। বিভিন্ন উপজেলায় মৃত্যু ২৬৬ জনের। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম জেলায় ৭১৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। তার আগে বুধবারে ৬১১ জন এবং মঙ্গলবারে ৬৬২ জন নতুন রোগী শনাক্ত হয়।
# ০৯.০৭.২০২১ চট্টগ্রাম #