চলমান সংবাদ

সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে- নওফেল

 কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী সবসময় এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। যা বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী সবসময় এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। তাই সব ধর্ম ও দেশের মানুষের এ গোষ্ঠীকে নজরদারিতে রাখতে হবে, যাতে করে তারা কোনো ধরনের গুজব বা অপপ্রচার চালিয়ে সহিংসতা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে। বুধবার (৭ জুলাই) দুপুরে নগরের জিইসি মোড়ে মহানগর পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান এসব কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সাবেক সভাপতি সাধন ধর, বিদায়ী সভাপতি চন্দন তালুকদার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, সাবেক সাধারণ সম্পাদক অর্পণ ব্যানার্জী, রতœাকর দাশ টুনু, বিদায়ী সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত। এদিকে মঙ্গলবার (৬ জুলাই) নগরের রহমতগঞ্জে রক্ষাকালী আবাসন প্রকল্পের উদ্যোগে ২ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী। অনুষ্ঠানে বলেন, তারেক রহমান বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চেয়েছিলেন বলে মন্তব্য করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান বলেন, দেশে একটি গোষ্ঠী আছে, যারা তালেবানী শক্তিকে একসময় আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। যারা বাংলাদেশে বলতো ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’। এরা বাংলাদেশ ছেড়ে কেউ পালায়নি। বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র পরিচালনা করছেন বলে এরা নিয়ন্ত্রণে আছে। জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীনকে ক্ষমতায় থাকা অবস্থায় অস্ত্র গোলাবারুদ দেওয়ার কাজ করেছেন তারেক রহমান। তারা চেয়েছিল বাংলাদেশকে আফগানিস্তান বানাবে আর লুটেপুটে খাবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়–য়া। বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, নগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগ, রুমকি সেনগুপ্ত, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাপরিদর্শক আজিজুর রহমান আজিজ প্রমুখ।
# ০৭.০৭.২০২১ চট্টগ্রাম #