চলমান সংবাদ

টিসিবি’র পণ্য বিক্রয়ে অনিয়ম-কালোবাজারির অভিযোগ

চট্টগ্রামের চার ডিলারের লাইসেন্স বাতিল পণ্য বিক্রয়ে অনিয়ম, কালোবাজারিসহ নানা অভিযোগ প্রমানিত হওয়ায় চট্টগ্রামের চার ডিলারের লাইসেন্স বাতিল করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি। বুধবার (৭ জুলাই) টিসিবি’র বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিটি টিসিবি’র প্রধান কর্মকর্তা ও উপসচিব আলেয়া খাতুনের সাক্ষরিত। টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন বলেন, পণ্য বিক্রিতে অনিয়ম, কালোবাজারির অভিযোগ ও একই ডিলারের নামে একাধিক ডিলার থাকাসহ নানা অনিয়মের কারণে ওই চার ডিলারের জামানত বাজেয়াপ্তসহ ডিলারশিপের লাইসেন্স বাতিল করা হয়েছে। তারা হলেন- হাটহাজারীর নন্দীরহাট বাজারের মেসার্স জননী স্টোরের মালিক হেলাল উদ্দিন, নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গী বাজারের মেসার্স ট্রেড লিংকের সামশুল আলম, বোয়ালখালীর ফকিয়াখালী বাজারের মেসার্স দিদারুল আলম স্টোরের সিসারুল আলম এবং আনোয়ারার ভেন্টি বাজারের মেসার্স আল-আমীন পেইন্টের মালিক আল-আমীন। এছাড়া নেত্রকোনা ও ঝালকাঠি জেলার প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল করা হয়। টিসিবি সূত্রে জানা যায়, গত সোমবার থেকে জেলায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করে টিসিবি। নগরীতে ২২টি স্পটে ট্রাকে করে সয়াবিন তেল, চিনি, এবং মসুর ডাল বিক্রি শুরু হয়। প্রতিটি ট্রাকে ৬০০ থেকে ৮০০ কেজি চিনি, ৩০০ থেকে ৬০০ কেজি মসুর ডাল ও ৮০০ থেকে ১ হাজার ২০০ লিটার সয়াবিন তেল রাখা হয়। একজন ব্যক্তি ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ থেকে ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি ডাল এবং প্রতি লিটার ১০০ টাকা দরে সর্বোচ্চ ২ থেকে ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি, চান্দগাঁও, মুরাদপুর, বিবিরহাট, ২ নম্বর গেট, আগ্রাবাদ, বন্দর ও ইপিজেড থানা, স্টিলমিল বাজার, কাটগড়, চকবাজার ধনিরপুল, জামালখান মোড়, আন্দরকিল্লা ও নিউমার্কেট মোড়, আলকরণ, চট্টগ্রাম আদালত এলাকা, উত্তর কাট্টলী এবং হালিশহরসহ নগরীর প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে টিসিবির পণ্য পাওয়া যাচ্ছে।
# ০৭.০৭.২০২১ চট্টগ্রাম #