চলমান সংবাদ

করোনা শনাক্ত ও মৃত্যুর হার চট্টগ্রাম শহর ছাড়িয়ে যাচ্ছে উপজেলাগুলো

-চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণের উর্ধ্বগতি অব্যাহত আছে

 করোনা শনাক্ত ও মৃত্যুর দিক থেকে চট্টগ্রাম মহানগরকে ছাড়িয়ে যাচ্ছে উপজেলাগুলো। চট্টগ্রামের ১৪ উপজেলায় করোনা শনাক্তের হার ইতিমধ্যে ৫০ শতাংশ ছাড়িয়েছে। পাশাপাশি গত কয়েকদিন টানা উপজেলা পর্যায়ে করোনায় মৃত্যুর সংখ্যাও ছিল বেশি। এদিকে উপজেলা পর্যায়ে করোনার নমুনা পরীক্ষাও হচ্ছে চট্টগ্রাম নগরের তুলনায় একেবারেই সামান্য। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ৬ জুলাই ২৪ ঘন্টায় চট্টগ্রামের সকল উপজেলা মিলিয়ে মোট ৩৮১টি নমুনা পরীক্ষা করে ২১৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। অর্থাৎ উপজেলা পর্যায়ে প্রতি ১০০ নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যাচ্ছে ৫৫.৯০ জন। অন্যদিকে একই দিন নগরে ১ হাজার ৫০৯ জনের নমুনা পরীক্ষায় ২৯.৭৫ শতাংশ হারে মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪৪৯টি। এদিন ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মারা যাওয়া মোট ৯ জনের মধ্যে ৭ জনই বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম নগরে যেখানে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৬০২টি, সেখানে সব উপজেলা মিলিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে মোটে ৫৩ হাজার ৬৯টি। বুধবার (৭ জুলাই) জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬১১ জন। নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ৩৭ দশমিক ৩৯ শতাংশ। একই সময়ে মৃত্যু হয়েছে চারজনের। চারজনই বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে চট্টগ্রামে এখন পর্যন্ত ৬২ হাজার ২০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৩৫ জন। জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, ‘শহরে মানুষজন যেভাবে আগ্রহ নিয়ে টেস্ট করাচ্ছেন গ্রামের মানুষজন সেভাবে করাচ্ছেন না। করোনায় মৃত্যুর পরিসংখ্যানের বিষয়ে সিভিল সার্জন বলেন, মৃত্যুর এই তালিকাটা করতে নগরের কোনো বাসিন্দা মারা গেলে অনেকে তার স্থায়ী ঠিকানা গ্রামের বাড়ির ঠিকানা লিখে দেয়। তখন তাকে উপজেলা পর্যায়ে হিসেব করা হয়। তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে লকডাউনেও সাধারণ মানুষের উদাসীনতা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ বাড়ছে। ঠুনকো অযুহাতে মানুষ ঘর থেকে বের হচ্ছে। সড়কে গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়িতে করে এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছেন মানুষ। # ০৭.০৭.২০২১ চট্টগ্রাম #