চলমান সংবাদ

মাজার ছিল পারভেজের ইয়াবা বিক্রির “সেইফ জোন”

নগরের বিভিন্ন মাজারের সামনেই ইয়াবা বিক্রি করেন মো. মনিরুর রহমান ওরফে পারভেজ (৩৭)। এর আগে ইয়াবা নিয়ে গ্রেপ্তার হয়েছেন চারবার। সর্বশেষ রোববার (৪ জুলাই) গভীর রাতে নগরের ডবলমুরিং থানার মুহুরীপাড়া দরবারে ফাহিমিয়া নেজামিয়া চিশতিয়া আল-কাদেরিয়া মাজারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশ জানায়, ঝুঁকি কম হওয়ায় মাজারের সামনে দাঁড়িয়ে ইয়াবা বিক্রিকে কৌশল হিসেবে গ্রহণ করে পারভেজ। এর আগে হালিশহরের ট্যাক্সিম হাজীর মাজারের সামনে ইয়াবা বিক্রির সময় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে এ ব্যবসায় জড়িত থাকায় তার নাম ইতোপূর্বে চার মামলার এজাহারে যুক্ত হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রোববার (৪ জুলাই) দিবাগত রাতে তাকে আরেকটি মাজারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মাজারের সামনে দাঁড়ানো কাউকে সাধারণত সন্দেহ করা হয় না। এখানে মাদক বিক্রি কিছুটা ঝুঁকিমুক্ত। তাই মাজারের সামনে বসেই পারভেজ ইয়াবা বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদক আইনে আরও চারটি মামলা রয়েছে। গ্রেপ্তার ইয়াবা ব্যবসায়ী পারভেজের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে সোমবার (৫ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠান। এদিকে চাঁদপুরের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী জাকির হোসেন দোলনকে (৪৮) পাঁচ হাজার ইয়াবাসহ রবিবার (৪ জুলাই) রাত দুইটার দিকে চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ের একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দোলন চাঁদপুর সদর কাজী নজরুল ইসলাম সড়কের সৈয়দ আহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে চাঁদপুরে চারটি মাদক মামলা রয়েছে। পুলিশ জানায়, অলঙ্কার মোড়ের একটি আবাসিক হোটেলে এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছেন- গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে পাঁচ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও অন্যান্য জেলায় বিক্রি করার কথা স্বীকার করেছেন। পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে সোমবার (৫ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।’
# ০৫.০৭.২০২১ চট্টগ্রাম #