চলমান সংবাদ

চট্টগ্রামে করোনা শনাক্তে নতুন রেকর্ড

চট্টগ্রামে করোনাভাইরাসে শনাক্তের হার প্রতিদিনই রেকর্ড গড়ছে। সোমবারের প্রতিবেদনে নতুন করে আরো ৫৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত বছরের এপ্রিলে করোনার সংক্রমণ শুরুর পর গত ১৫ মাসের মধ্যে একদিনে এত সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড নেই। গত ৩০ জুন সর্বোচ্চ ৫৫২ জন শনাক্ত হয়েছিল। সোমবার (৫ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৫৯ জন করোনা রোগী শনাক্তদের মধ্যে নগরীর ৪১৪ জন। নগরীর বাইরের বিভিন্ন উপজেলার ১৪৫ জন আছেন। নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ৩৪ দশমিক ১২ শতাংশ। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরো পাঁচজনের। এর মধ্যে একজন শহরের ও চারজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সরকারি হিসাব অনুসারে চট্টগ্রামে এখন পর্যন্ত ৬০ হাজার ৯২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৪৭ হাজার ৩৮১ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৩ হাজার ৫৪৬ জন। চট্টগ্রাম জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ৭২২ জন। এর মধ্যে নগরীর ৪৮২ জন এবং বিভিন্ন উপজেলার ২৪০ জন আছেন। গত ২৪ ঘন্টায় উপজেলাগুলোর মধ্যে রাউজানে ৩৬ জন, সীতাকুন্ডে ১৮ জন, রাঙ্গুনিয়ায় ১৫ জন, পটিয়ায় ১২ জন এবং বাঁশখালীতে ১০ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। বাকি উপজেলাগুলোত সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১০ জনের নিচে। প্রসঙ্গত চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
# ০৫.০৭.২০২১ চট্টগ্রাম #