চলমান সংবাদ

টিসিবি’র পণ্য কিনতে গিয়ে স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতারা

চট্টগ্রামের ২২টি পয়েন্টে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। চলমান লকডাউন ও আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে কম দামে পণ্য সরবরাহ করতে গতকাল ৫ জুলাই সোমবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সংস্থাটি। আগামী ২৯ জুলাই পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে এই পন্য বিক্রি কার্যক্রম চলবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে চলমান কঠোর লকডাউনের মধ্যেও ক্রেতাসাধারণ কোন ধরণের স্বাস্থ্যবিধি না মেনেই পণ্য কিনছেন। নগরীর বিভিন্ন পয়েন্টে টিসিবি’র পণ্য বিক্রয়ে নিয়োজিত ভ্রাম্যমাণ ট্রাকগুলোর কাছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পণ্য ক্রয়ের শঙ্কিত চিত্র দেখা গেছে। করোনা সংক্রমণের এই সংকট সময়ে ক্রেতাদের স্বাস্থবিধি না মানার এমন প্রবণতা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন বলেন, গত ঈদুল ফিতরের আগেও টিসিবি থেকে আমরা এই কার্যক্রম পরিচালনা করেছিলাম। গত ১৫ দিন বন্ধ ছিল পণ্য বিক্রি কার্যক্রম। আজ থেকে ভ্রাম্যমাণ ট্রাকে করে আবার শুরু হয়েছে। তেল,চিনি আর মসুর ডাল দিয়ে বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সরকারি ছুটি (শনিবারসহ) ঈদুল আযহার ছুটি ব্যতিত সেবা কার্যক্রম চলবে। টিসিবি’র প্রতিটি পণ্য বাজার মূল্য থেকে প্রতি কেজিতে ১৩ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে। স্বাস্থ্যিবিধি মানার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কঠোর ভাবে বলা হচ্ছে। তবে করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে ক্রেতাদেরকে সচেতন হতে হবে। টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, নগরের চকবাজার ধুনিরপুল, জামালখান মোড়, আন্দরকিল্লা, নিউমার্কেট মোড়, আলকরণ, কোর্ট বিল্ডিং মোড়,চান্দগাঁও, মুরাদপুর, বিবিরহাট, ২ নম্বর গেট, আগ্রাবাদ, বন্দর, ইপিজেড থানার সামনে, স্টিলমিল বাজার, কাটগড়, উত্তর কাট্টলী এবং হালিশহরে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক পণ্য বিক্রি করছে। সকাল ১১টা থেকে ট্রাক থেকে পণ্য কেনা যাবে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৫৫ টাকায় এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায় ক্রয় করতে পারবেন। প্রত্যেক ক্রেতা ২ কেজি চিনি, ২ কেজি ডাল এবং ১ লিটার থেকে ৫ লিটার পর্যন্ত সয়াবিন তেল ক্রয় করতে পারবেন।

# ০৫.০৭/২০২১/চট্টগ্রাম#