চলমান সংবাদ

চট্টগ্রামে পাহাড়ে বসবাসরত ২৭৮ পরিবার পেল অর্থ সহায়তা

পাহাড়ে বসবাসরত ২৭৮ পরিবার অর্থ সহায়তা দিচ্ছেন জেলা প্রশাসক মমিনুর রহমান

চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে বসবাসরত ও অতিবর্ষণে ¶তিগ্রস্ত অসহায়, দুস্থ ও হতদরিদ্র ২৭৮ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্ধ এসব পরিবারের মাঝে নগদ মোট ২ লাখ ৭৮ হাজার টাকা বিতরণ করা হয়। ৩ জুলাই শনিবার সকালে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রত্যেক পরিবারের হাতে নগদ ১ হাজার টাকা করে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউন চলাকালীন সময়ে সমাজের অ¯^চ্ছল কেউ যাতে অভুক্ত না থাকে তা দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী সমাজের কর্মহীন মানুষের পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসরত ও অতিবর্ষণে ¶তিগ্রস্ত অসহায়, দুস্থ, হতদরিদ্র পরিবারকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তার আওতায় আনা হয়েছে। ইতিপূর্বে যারা সাহায্য চেয়ে সরকারি ৩৩৩ নম্বরে ফোন ও আমাদের কাছে এসএমএস করছেন প্রত্যেক রাতে তাদের বাসা-বাড়িতে গিয়ে গিয়ে উপহারসামগ্রী পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা চাই এই পরিস্থিতিতে কেউ অনাহারে ও কষ্টে থাকবে না। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মাসুদ কামাল, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, জেলা নাজির মো. জামাল উদ্দিন প্রমুখ।

# ০৩.০৭.২০২১/চট্টগ্রাম#