চলমান সংবাদ

অবৈধ স্থাপনা উচ্ছেদে শৈথিল্য দেখানোর সুযোগ নেই-চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, যারা নগরীর সড়ক, ফুটপাত দখল করে এবং নালার ওপর স্ল্যাব নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে নিজ উদ্যোগে দ্রুত এসব অবৈধ স্থাপনা অপসারণ করতে হবে। নাহলে সিটি কর্পোরেশন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পাশাপাশি জরিমানা করবে। অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরণের শৈথিল্য দেখানোর অবকাশ নেই। ফুটপাতের ওপর স্থাপিত অবৈধ দোকানপাটের ময়লা-আবর্জনা সরাসরি নালায় ফেলে জলাবদ্ধতার সৃষ্টি এবং নগরীর সৌন্দর্য্য নষ্ট করা হচ্ছে। ব্যক্তি বিশেষের কারণে জনগণ কষ্ট পাবে তা মেনে নেওয়া যায় না। ৩ জুলাই শনিবার নগরীর দ¶িণ আগ্রাবাদের একটি সড়কের দুই পাশের নালা, ফুটপাত ও সড়কের ওপরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান কার্যক্রম সম্পর্কে একথা বলেন। তিনি আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা ও নালার ওপর অবৈধভাবে নির্মিত স্ল্যাব উচ্ছেদের কার্যক্রম হাতে নিয়েছে। কেউ যদি নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ না করেন তাহলে চসিকের উচ্ছেদ কার্যক্রমের ব্যয় বহন করতে হবে। একই সঙ্গে আইনের আওতায় আনা হবে। রেজাউল করিম চৌধুরী আরো বলেন, আগ্রাবাদ এমনিতেই নিম্ন এলাকা। এখানে ¯^াভাবিক সময়ে জোয়ারের পানি ঢুকে পড়ে। এখানে একই সঙ্গে তিনটি ব্রীজের সংস্কার কাজ চলমান রয়েছে। ব্রীজ সংস্কারের দায়িত্বে নিয়োজিত ঠিকাদারের অসতর্কতার কারণে ড্রেনের পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যা চসিকের পরিচ্ছন্নকর্মীদের দ্বারা অপসারণ করা সম্ভব নয়। তাই ব্রীজের কাজে নিয়োজিতদের এই প্রতিবন্ধকতা দূর করতে হবে। এ সময় কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, চসিক উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম, পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মাসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
# ০৩.০৭.২০২১/চট্টগ্রাম#