শিল্প সাহিত্য

ঈদের জন্য বিটিভি চট্টগ্রাম কেন্দ্র নির্মাণ করল ১২ রম্য নাটিকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারের জন্য সম্প্রতি চিত্রধারণ করা হয়েছে তিন পর্বের বিনোদনমূলক রম্য নাটিকা। চট্টগ্রাম নগরীর বিভিন্ন মনোরম লোকেশন ও স্টুডিওতে নাটিকাগুলোর শুটিং করা হয়েছে। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ধারাবাহিকভাবে এগুলো প্রচার করা হবে। উল্লেখ্য, গত ঈদুল আজহা এবং চলতি বছর ঈদুল ফিতরে রম্য নাটিকা বিটিভিতে প্রচারিত হওয়ার পর ব্যাপক সমাদৃত হয়। অনুষ্ঠানটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বিনোদনের নতুন মাত্রা যোগ করে। হাস্যরসে ভরপুর রম্য নাটিকাগুলো আসন্ন কোরবানির ঈদের অনুষ্ঠানমালায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হবে। ঈদ উপলক্ষে এবার শেখ শওকত ইকবাল চৌধুরীর প্রযোজনায় তিন পর্বে বারোটি ছোট ছোট নাটিকা থাকবে। এগুলো হল- কালা ভুনা, ভিক্ষুক সমাচার দুই, গোড়ায় গলদ, ডিজিটাল সেলফি, কোরবানি হাট প্রতিবেদন, ডিজিটাল গরুর হাট, বলদ, পালানো গরু, গরু চোর, কোরবানির গরু। নাটিকাগুলো রচনা করেছেন অলক ঘোষ, সুচরিত চৌধুরী, মাজহরুল হক চৌধুরী, কবির হোসেন, সুশোভন চৌধুরী, আশরাফুল করিম সৌরভ, কপিল উদ্দিন, শাহ তামরাজ, শাহীন চৌধুরী, আশিকুর রহমান, আফতাব উদ্দিন। নাটিকাগুলোতে অভিনয় করেছেন অলক ঘোষ, আব্দুল হাদী, আশরাফুল করিম সৌরভ, মোশারফ ভুঁইয়া পলাশ, প্রান্ত শর্মা, শিপ্রা ভট্টাচার্য, জানে আলম, মৌপিয়া মিত্র, বশির মিয়া, হাসানুল, নাসির উদ্দিন, মো. ফোরকান, নাজমুল কবির খান, আবু তাহের সাইমন, শাহীন চৌধুরী, জনি আচার্য, কেশব রায়, মেহেরুন রাবিব, সুশোভন চৌধুরী, শামসাদ বেগম লিসা, সুচরিত দাশ খোকন, ফারজনা ইয়াসমিন স্মৃতি, সিনথিয়া আক্তার, বরুন সেন, মো. রেজাউল দোলা, শাহিন আক্তার, সুধাম দাশ, আফতাব উদ্দিন, মিনা তৃষানা , মো. জুবেদ, অভিজিৎ নাথ, সীমা চৌধুরী প্রমুখ।
# ০২.০৭.২০২১ চট্টগ্রাম #