চলমান সংবাদ

মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেয়ার সময় নারী ইউএনও’র বিকল্প নির্ধারণের সুপারিশের প্রতিবাদ জানিয়েছে মহিলা পরিষদ

চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মহিলা পরিষদের মানব বন্ধনের একাংশ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেয়ার ক্ষেত্রে নারী উপজেলা নিবার্হী কর্মকর্তার (ইউএনও) বিকল্প ব্যক্তি নির্ধারণে অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য সুপারিশের প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ ২৬ জুন শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপিকা লতিফা কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা নেত্রী সিতারা শামীম, রিতা সাহা এবং খায়রুল জান্নাত। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অন্ধকারের শক্তি ও প্রগতি বিরোধী শক্তি কর্তৃক যুগ যুগ  ধরে নারীকে ঘরে বন্ধি করে রাখার ষড়যন্ত্র এখনো বিরাজমান। কিন্তু কোন ষড়যন্ত্রই নারী দমিয়ে রাখতে পারেনি এবং ভবিষ্যতেও পারবেনা বরং নারীরা নিজ যোগ্যতায় সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সামনের দিকে এগিয়ে চলছে।
তারা বলেন, মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেয়ার ক্ষেত্রে নারী উপজেলা নিবার্হী কর্মকর্তার (ইউএনও) বিকল্প ব্যক্তি নির্ধারণে অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য সুপারিশ নারীর বিরুদ্ধে আরেকটা নতুন ষড়যন্ত্র। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগ যখন ক্ষ্মতায় তখন নার্তুনবিরুদ্ধে এমন ঘৃন্য ষড়যন্ত্রমূলক পদক্ষেপ মেনে নেয়া যায়না।
সমাবেশ থেকে নারী অগ্রগতির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর জন্য দেশের প্রগতিশীল জনগণ, সুশীল সমাজ এবং নারী সংঠনগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।