চলমান সংবাদ

কাফকোর ডিজিএম এবং সাবেক ছাত্রনেতা ডা. তরুণ তপন বড়ুয়ার অকাল মৃত্যু

-বিভিন্ন মহলের শোক প্রকাশ

বিশিষ্ট চিকিৎসক ‘ডক্টরস ফর হেল্থ এন্ড এনভায়রনমেন্ট’ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক, কাফকোর ডিজিএম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শাখার সাবেক সভাপতি এবং প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রগতির যাত্রীর প্রতিষ্ঠাকালীন সংগঠক গতকাল সকাল ১০টায় কাফকোস্থ নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০বছর। তিনি বিগত প্রায় এক বৎসর যাবত মরনঘাতি ক্যানসার রোগে ভুগছিলেন। ডা. তরুণ তপন বড়ুয়ার শেষ ইচ্ছা অনুসারে গতকাল বিকেল ৪-৩০টায় নন্দনকানন বৌদ্ধ মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর মৃতদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দান করা হয়।  বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল নবী এবং সাধারণ সম্পাদক অশোক সাহা, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাংগীর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এনি সেন এবং সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী এবং প্রগতির যাত্রীর পক্ষ থেকে উৎপল দত্ত, মোহাম্মদ আতিক ও নুপুর ধর ডা. তরুণ তপন বড়ুয়ার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডা. তরুণ তপন বড়ুয়া একজন মানবাতাবাদী চিকিৎসক এবং সমাজ প্রগতির লড়াইয়ের একজন অগ্রণী সৈনিক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে দেশ ও জাতির অপূরনীয় ক্ষতি হয়েছে।
প্রগতির যাত্রীর প্রতিষ্ঠাকালিন সংগঠক ডা. তরুণ তপন বড়ুয়ার প্রতি প্রগতির যাত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন কর হয়। প্রগতির যাত্রীর সংগঠক ফজলুল কবির মিন্টু, প্রকৌশলী প্রকাশ ঘোষ, রবিন গুহ এবং ডা. আরিফ বাচ্চু সহ এক প্রতিনিধি দল ডা. তরুণ তপন বড়ুয়ার শেষ শয্যায় পুষ্প স্তবক  অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে। পুষ্প স্তবক অর্পনের সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে ডা. তরুণ তপন বড়ুয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।