চলমান সংবাদ

করোনা প্রতিরোধে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবাণ সিভিল সার্জনের

করোনার সংক্রমণ প্রতিরোধে সকলকে বাধ্যতামূলকভাবে মাক্স পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। বুধবার (২৩ জুন) বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত নিম্ন আয়ের পরিবারের কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। ওয়াটার এইড বাংলাদেশ এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র-ডিএসকে’র যৌথ উদ্যোগে নগরের কিশোরীদের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রকল্প ব্যবস্থাপক আরেফাতুল জান্নাত’র সভাপতিত্বে এবং জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে করোনা বিষয়ক সচিত্র প্রতিবেদন (প্রেজেন্টেশন) উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা (পিও) আবু তৈয়ব। অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা উজ্জ্বল শিকদার, দিলীপ নারায়ণ দাস, টেকনিক্যাল অফিসার সুব্রতপাল প্রমুখ। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ডিটারজেন্ট পাউডার, ১২টি লাইফবয় সাবান, ৬ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন ১টি সুফি ওয়াটার বোতল। জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে জনগণকে সচেতন করার মাধ্যমে আমরা করোনা ভাইরাসের প্রথম ও দ্বিতীয় ধাপ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ইদানিং জনগণের মাঝে স্বাস্থ্য বিধি না মানার অভ্যাস গড়ে উঠার কারণে করোনার সংক্রমণ আবারও বেড়ে গেছে। আমরা সচেতন না হলে করোনার তৃতীয় ধাপ মোকাবেলা করা কঠিন হবে। তাই করোনা প্রতিরোধে এখন থেকে সকলের মাস্ক পরিধান নিশ্চিতসহ শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শারীরিক ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। প্রসঙ্গ, করোনা মোকাবেলায় ডিএসকে চট্টগ্রামে ৯৫১জন কিশোরীকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের পাশাপাশি ৩৯ হাজার মাস্ক, ২৫ হাজার স্যানিটাইজার ও ৩৩০০ জোড়া গ্লাভস প্রদান করে।
# ২৩.০৬.২০২১ চট্টগ্রাম #