চলমান সংবাদ

অটোরিকশায় ঘুরে শহরজুড়ে ছিনতাই করে ওরা

নগরের বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশা নিয়ে ছিনতাই করে বেড়ায় এমন একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চারজন হলেন- মনির হোসেন (১৯), মো. জসিম (৪২), ইমরান (২০) ও আব্দুল্লাহ আল নোমান (১৯)। মঙ্গলবার (২২ জুন) রাতে নগরীর কোতোয়ালি ও বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি টিপছোরা, স্টিলের তৈরি একটি পাইপ ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্যরা অটোরিকশা নিয়ে ভোর থেকে সকাল গড়ানোর আগ পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পুরো শহরজুড়ে ঘুরে ঘুরে ছিনতাই করতেন। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘ছিনতাইকারী দলটির প্রধান মনির। তারা সবাই উঠতি বয়সের। তাদের দলে ৭-৮ জন আছে, এর মধ্যে কমপক্ষে দু’জন অটোরিকশাচালক। তাদের ছিনতাইয়ের ধরন হচ্ছে- তারা একটি অটোরিকশায় করে তিনজন করে বের হবেন ভোরে, আবার এরপর সন্ধ্যায়। দু’টি অটোরিকশা পৃথক দুই জায়গা থেকে বের হয়। এভাবে পুরো শহর ঘুরে ঘুরে তারা ছিনতাই করে।’ ওসি বলেন, গ্রেপ্তার জসিম পেশায় সিএনজি অটোরিকশাচালক। তারা সাধারণত নির্জন স্থানে পথচারী কিংবা রিকশা আরোহী পেলে গতিরোধ করে ছিনতাই করে। আর তাদের টার্গেট থাকে বিভিন্ন ব্যাংকের বুথ, মার্কেট ও শপিং মলের প্রহরীরা। তাদের কাছ থেকে ছোরার ভয় দেখিয়ে সহজেই মোবাইল ছিনিয়ে নেওয়া যায়। # ২৩.০৬.২০২১ চট্টগ্রাম #