চলমান সংবাদ

জেলা প্রশাসনের নগদ অর্থ সহায়তা পেল চট্টগ্রাম সদর স্ট্যাম্প ভেন্ডার সমিতির সদস্যদরা

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া আদালত ভবনস্থ সদর স্ট্যাম্প ভেন্ডার সমিতির ১৫০ জন সদস্যের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। আজ ১৭ জুন ২০২১ ইংরেজি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেককে নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, সদর স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি আলহাজ্ব শামসুল আলম, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, অর্থ সম্পাদক রতন কুমার নাথসহ সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, কোভিড পরিস্থিতিতে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমাজের অসহায়, দুস্থ, গরীব, দরিদ্র জনগোষ্ঠী, অস্বচ্ছল ও কর্মহীন মানুষদেরকে সরকারী সহায়তা হিসেবে নগদ অর্থ ও উপহার সামগ্রী দেয়া হচ্ছে। আমরা চাই এই পরিস্থিতিতে কেউ না খেয়ে কষ্টে থাকবেনা। এ বিষয়টি কঠোরভাবে নজরদারী করা হচ্ছে।

#১৭/৬/২০২১, প্রেস বিজ্ঞপ্তি#