চলমান সংবাদ

জেনেভায় বাইডেন-পুতিন বৈঠক

-বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকা ও রাশিয়ার ‘কৌশলগত দায়িত্ব’ রয়েছে, বললেন পুতিন

জো-বাইডেন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এই প্রথম সুইজারল্যান্ডের জেনেভার লা গ্রান্জ নামে ভিলাতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করেন। মহামারী চলাকালীন সময়ে পুতিনেরও এটাই প্রথম রাস্ট্রীয় সফর। দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এই আলোচনা সভা নির্ধারিত সময়ের কিছুটা আগেই শেষ হয়ে যায়। আলোচনা শেষে পুতিন এক সাংবাদিক সন্মেলনে বক্তব্য রাখেন। পুতিন বলেন, বিপুল সংখ্যক পারমানবিক ও অত্যাধুনিক অস্ত্রের মজুদ থাকার কারণে আমেরিকা ও রাশিয়ার দুই দেশের বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ‘কৌশলগত দায়িত্ব’ রয়েছে। রাশিয়ার উপর যুক্তরাস্ট্রের নিষেধাজ্ঞা প্রয়োগ করাতে রাশিয়া ও আমেরিকা দুদেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে।তিনি আরো বলেন, সৌহার্দ্যপূর্ণ এই আলেচনাতে দুই পক্ষই যথেস্ট সংযম ও ধৈর্য্যের সাথে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। পুতিন জো বাইডেনের প্রশংসা করে বলেন, তিনি একজন অভিজ্ঞ ও ‘ইন্টারেস্টিং’ মানুষ। নিজ দেশের স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর একজন নেতা।

#১৬/০৬/২০২১, প্রগতির যাত্রী আন্তর্জাতিক ডেস্ক#