শিল্প সাহিত্য

একটুখানি বিকেল রেখো, তোমার হাতে

-জাফরুল আহসান
একটুখানি বিকেল রেখো, তোমার হাতে
 বনবাদাড়ে সবুজ মেখে, খেই হারালে
কয়েক ফোঁটা নিংড়ে নিও, রেপ্লিকাতে
 আবীর যাতে আসন পাতে, মর্ম জালে।
গলায় ঘাড়ে চক্রাকারে, মাখন রোদে,
 ভয় পেয়ো না খোঁপার বেলী, চমকে দিলে
 তিলের ত্বরণ নিদ্রাহরণ, লজ্জা বোধে
 রাগ করোনা, ভাগ বসালে, আকাশ নীলে।
চোখের আলোয় ঢোক গিলেছি, পূণ্য স্নানে
 দুষ্ট সময় পুষ্ট দ্রোহে, স্বয়ম্বরা
 বৈরী হাওয়ায় তৈরি পুরাণ, কে না জানে
হতোদ্যত শ্যাওলা যত, জীর্ণজরা।
দুর প্রবাসে দীর্ঘশ্বাসে,পৃষ্ঠা গোণা
আমার এখন বন্দী জীবন, মগ্ন তাতে
 শেষ বিকেলের রেশটুকুতে, স্বপ্ন বোনা
একটুখানি বিকেল রেখো, তোমার হাতে।