চলমান সংবাদ

প্রধানমন্ত্রীর করোনা তহবিলে ২৫ কোটি টাকা অনুদান চট্টগ্রাম বন্দরের

প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিল ও হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইনান্সে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের হাতে বৃহস্পতিবার (১০ জুন) ২৫ কোটি টাকার অনুদানের চেক তুলে দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌ সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকেও ১ কোটি টাকা অনুদান দেয়া হয়। চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম চেম্বারের পক্ষ থেকে এক কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস’র হাতে তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স এবং করোনা সহায়তা তহবিলে এই অনুদান দেয়া হয়। উল্লেখ্য, চট্টগ্রাম চেম্বার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এর আগেও প্রধানমন্ত্রী কর্তৃক গঠিত করোনাজনিত ওয়েল ফেয়ার ফান্ডে এক কোটি টাকা প্রদান করে। এছাড়া করোনা মহামারীর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে চট্টগ্রাম মেডিকেল ও পুলিশ লাইনসহ নগরীর বিভিন্ন স্থানে বিনামূল্যে করোনা স্যাম্পল কালেকশন বুথ স্থাপন, সাধারণ ছুটি চলাকালীন সময়ে গাড়িতে করে নগরজুড়ে স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করেছে চিটাগাং চেম্বার। # ১২.০৬.২০২১ চট্টগ্রাম #