চলমান সংবাদ

প্রয়াত হলেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

না ফেরার দেশে চলে গেলেন পশ্চিমবংলার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গতকালও তাঁর ডায়ালিসিস হয়েছে। আজ সকালে তাঁকে ডাকতে গেলে তাঁর কোনও সাড়া না পাওয়ায  চিকিৎসক ডাকা হলে, তিনি বুদ্ধদেববাবুকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর সেরা সিনেমার তালিকায় রয়েছে উত্তরা, তাহাদের কথা, গৃহযুদ্ধ, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ ইত্যাদি ছবি।তিনি স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন অ্যাওয়ার্ড, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর মৃত্যুতে কোলকাতার চলচিত্র জগতে গভীর শোকের ছায়া নেমে আসে। চলচ্চিত্র পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করলেও সাহিত্য জগতেও ছিল তাঁর বিচরণ । কবি হিসেবেও তিনি তাঁর প্রতিভার সাক্ষর রেখে গেছেন। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘রোবটের গান’, ‘ছাতা কাহিনি’, ‘গভীর আড়ালে’ ইত্যাদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটারে বার্তা পাঠিয়েছেন।

#১০.০৬.২০২১, প্রগতির যাত্রী ডেস্ক#