চলমান সংবাদ

চট্টগ্রামে নাশকতা মামলাঃ আসলাম চৌধুরী রিমান্ড ও জামিন নামঞ্জুর

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার নাশকতার একটি মামলায় কারাবন্দী বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর রিমান্ড ও জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ১০ জুন বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত দুটি আবেদনই নামঞ্জুর করেন। এই ব্যাপারে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, সিআইডি’র পক্ষ থেকে আসলাম চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়েছিল। অন্যদিকে আদালতে আসামীপক্ষও তার জামিনের জন্য আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ড ও জামিন দুটি আবেদনই নামঞ্জুর করে আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ভারতে গিয়ে ইসরায়েলী গোয়েন্দা সংস্থা মোসাদের এক কর্মকর্তার সঙ্গে দিল্লিতে বৈঠকের খবর প্রকাশিত হওয়ার পর ২০১৬ সালের ১৫ মে সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরী ও তার ব্যক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। এরপর থেকে নাশকতা, চেক প্রতারণা ও দুর্নীতির একাধিক মামলায় কারাগারে বন্দী রয়েছেন আসলাম চৌধুরী। # ১০.০৬.২০২১/চট্টগ্রাম#