চলমান সংবাদ

কঠোর অবস্থানে পরিবেশ অধিদপ্তর

 পাহাড়ে অবৈধ বসতি উচ্ছেদে সিদ্ধান্ত বর্ষা মৌসুমকে সামনে রেখে পাহাড় থেকে অবৈধ বসতি উচ্ছেদে কঠোর অবস্থানে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ, বিভিন্ন সেবা সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে আগামী ১৪ জুন সোমবার থেকে শুরু হবে উচ্ছেদ অভিযান। বৃস্পতিবারের (১০ জুন) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সম্মেলন কক্ষে সংস্থার চট্টগ্রাম মহানগর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরীর সভাপতিত্বে পাহাড় ব্যবস্থাপনা সংক্রান্ত উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় আসন্ন বর্ষায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি সরানোর বিষয়ে আলোচনা হয়। সরকারি ও বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, নগরের ২৫টি পাহাড়ে এক হাজারের বেশি পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে। এরমধ্যে বায়েজিদ-ফৌজদারহাট লিংক সড়ক নির্মাণের সময় নতুন করে ১৮টি পাহাড় কাটা হয়।ওই সময় সেখানকার ৮ পাহাড়ে নতুন করে অবৈধ বসতি গড়ে ওঠে। সভায় এসব বসতি উচ্ছেদের সিদ্ধান্ত হয়। জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুরুল্লাহ নুরী বলেন, আগামী ১৪ জুন বায়েজিদ এলাকায় অভিযানের মধ্য দিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে বিভিন্ন পাহাড়ে অভিযান চালানো হবে। তবে যেসব পাহাড়ে গড়ে ওঠা বসতি নিয়ে মামলা রয়েছে, সেগুলোর উচ্ছেদ আপাতত বন্ধ থাকবে। উচ্ছেদের সিদ্ধান্ত জেলা প্রশাসনকে জানানো হয়েছে। # ১০.০৬.২০২১ চট্টগ্রাম #