চলমান সংবাদ

চট্টগ্রামে ঘরের মাটি ফেটে গ্যাস

-পেট্রোবাংলা বলছে ‘পকেট গ্যাস’

 চট্টগ্রামের উত্তর মোহরা কালন সওদাগর বাড়িতে একটি ঘরের মাটি ফেটে গ্যাস নির্গত হচ্ছে। গত ৮ জুন মঙ্গলবার রাত ১১ টা থেকে তসলিম উদ্দিন ও মোস্তাক আহমেদের বাড়িতে এই গ্যাস নির্গত হচ্ছে। এই গ্যাস নির্গতের ঘটনায় ঐ বাড়ির সদস্য, স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টদের মাঝে আতঙ্ক বা উৎসাহের সৃষ্টি হলেও পেট্রোবাংলা এই গ্যাসকে বলছে ‘পকেট গ্যাস’। এই ধরণের গ্যাস নির্গতের ঘটনা কিছুদিন পর আপনা থেকেই নিস্তেজ হয়ে যাবে বলে মন্তব্য করেছে পেট্রোবাংলা। ঘটনার পর থেকে ঐ বাড়িটির সদস্যরা আতঙ্কিত অবস্থায় দিনযাপন করছেন বলে জানা গেছে। এই ব্যাপারে পেট্রোবাংলা ঢাকা অফিসের আইটি অফিসার সোহম রায় বলেন, “আমাদের জানামতে চট্টগ্রামের ঐ এলাকায় রিজার্ভ গ্যাসের কোন অস্তিত্ব নেই। এই গ্যাস নির্গত হওয়ার একটি ভিডিও ফুটেজ আমি দেখেছি। এই ধরণের গ্যাসকে ‘পকেট গ্যাস’ বলা হয়। এটি রিজার্ভ গ্যাস নয়। মাটির নিচে অনেক সময় সীমিত বা সুপ্ত অবস্থায় এই ধরণের গ্যাসীয় অবস্থার সৃষ্টি হয়। সহায়ক পরিবেশ পেলে সেগুলো লিক আউট হয়ে যায়। তবে নির্গত হওয়া গ্যাসে যাতে আগুন না লাগে সেই সতর্কতা অবলম্বন করতে হবে। গ্যাস ফুরিয়ে গেলেই তা আপনাআপনি বন্ধ হয়ে যাবে। এতে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই”। এদিকে, আজ বুধবার ৯ জুন সকাল থেকে চাঁন্দগাও থানার পুলিশ,স্পেশাল ব্রাঞ্চ,কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনসহ সংশ্লিষ্ট সংস্থা প্রতিনিধিরা দফায় দফায় স্থানটি পরিদর্শন করেছেন। এই ব্যাপারে ঐ বাড়ির মালিক তসলিম উদ্দিন বলেন,  “কিছুদিন আগে ঘরের ভিতরের টিউবওয়েলে আমরা একটি মোটর লাগিয়েছি। কিন্তু গতকাল রাতে (৮ জুন) হঠাৎ করে পানির সঙ্গে প্রচন্ড বেগে গ্যাস বের হওয়া শুরু হয়। থানা থেকে পুলিশ,স্পেশাল ব্রাঞ্চের লোকজন এসেছেন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে সকালে এবং বিকালে দুইবার কর্মকর্তারা এসেছেন। তারা বলছেন, এটি তাদের কাজ নয়।এটি পেট্রোবাংলার কাজ। তখন আমি পেট্রোবাংলার ঢাকা অফিসে ফোন করি। উনারা আমাকে চট্টগ্রাম অফিসের নাম্বার দিলে আমি যোগাযোগ করি। পেট্রোবাংলা থেকে লোকজন আসবেন বলেছেন। সবাই শুধু এসে ঘটনাস্থল দেখে চলে যাচ্ছেন। কেউ কোন আশার কথা বলতে পারছেন না। এদিকে আমরা পরিবারের ৬-৭ জন মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছি”। # ০৯.০৬.২০২১ চট্টগ্রাম #