চলমান সংবাদ

কর্ণফুলীতে ফিশিং ট্রলার ডুবে যাওয়া নিয়ে রহস্য

 শাহ আমানত সেতুর উজানে শিকলবাহা খাল সংলগ্ন কর্ণফুলী নদী এলাকায় বুধবার ৯ জুন ভোর রাতে এফভি ক্রিস্টাল-৮ নামের একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে কর্মরতদের কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে। ট্রলারটির স্বত্তাধিকারী হামিদা দোজা লিমিটেড। এটি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের ক্রিস্টাল গ্রুপের সহযোগী একটি প্রতিষ্ঠান। তবে ফিশিং ট্রলারটি ডুবে যাওয়া নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে সচেতন মহলের মনে। জাহাজের নাবিকরা জানান, ফিশিং ট্রলারটি ডকিং করার জন্য শাহ আমানত সেতু এলাকায় নোঙ্গর করা ছিল। রাতে জাহাজের তলা ফেটে পানি ঢুকে যায়। পানি দেখতে পেয়ে স্টাফরা চিৎকার করলে আশ-পাশের নৌযান গিয়ে তাদেরকে উদ্ধার করে। একপর্যায়ে জাহাজটি পানিতে ডুবে যায়। এই ব্যাপারে স্থানীয়দের বরাত দিয়ে নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তিন-চারদিন আগে ট্রলারটি ঐএলাকায় নোঙর করে। কি কারণে ট্রলারটি ডুবে গেছে সেই ব্যাপারে তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি, গত কয়েকদিন ধরে ট্রলার থেকে তেল ও আসবাবপত্র সরিয়ে নেয়া হয়েছে। ডুবে যাওয়ার দিন রাত ১২টা নাগাদ দুইজন নাবিক ট্রলার ত্যাগ করেন। এর ঘন্টাখানেক পরই এটি ডুবে যায়। ট্রলারটি ক্রিস্টাল গ্রæপ থেকে মোহাম্মদ আলী নামের একজনকে লিজে পরিচালনার জন্য দেওয়া হয়েছিল বলে জানান তিনি। এদিকে ফিশিং ট্রলারটি ডুবে যাওয়ার আসল কারণ খুঁজে বের করতে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই ব্যাপারে চট্টগ্রাম বন্দরের সচিব মো.ওমর ফারুক বলেন, ট্রলার ডুবির প্রকৃত ঘটনা উদঘাটনে মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্টকে দায়িত্ব দেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে তারা প্রতিবেদন দিবে। # ০৯.০৬.২০২১/চট্টগ্রাম #