চলমান সংবাদ

রাশিয়া গ্যাস পাইপলাইন ‘নর্ডস্ট্রীম-২’ নির্মান কাজ সম্পন্ন করবে

– যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকী উপেক্ষা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করেই রাশিয়া গ্যাস পাইপলাইন ‘নর্ডস্ট্রীম-২’ নির্মান কাজ শেষ করবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের উপপ্রধান সেরগেই রিয়েভকভ জানিয়েছেন, যুক্তরাস্ট্রের নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করেই জার্মানীতে গ্যাস সরবরাহ করার জন্য গ্যাস পাইপলাইন ‘নর্ডস্ট্রীম-২’ নির্মান কাজ সস্পন্ন করবে। জার্মানীতে গ্যাস সরবরাহের বিষয়টা যুক্তরাষ্টের সম্ভাব্য কোন পদক্ষেপের উপর নির্ভর করবে না। তিনি, আমেরিকার জ্বালানী মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই গ্যাস পরিবেশগতভাবে বিশুদ্ধ যদিও আপনারা কোন একসময় উল্টো কথাই বলেছিলেন। এই গ্যাস ব্যবহারকারী দেশ জার্মানী এই পাইপলাইন প্রকল্প থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবে। আমেরিকা, ইউক্রেন, ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশগুলো নানা অজুহাতে এই গ্যাস পাইপলাইন তৈরীর কাজ বন্ধ রাখার দাবী জানালেও প্রকল্পের শতকরা ৫০ ভাগ বিনিয়োগকারী দেশ জার্মানী বলছে, প্রকল্পটি তাদের জন্য লাভজনক। তাই, এই প্রকল্পের নির্মান কাজ সম্পন্ন করা হবে। উল্লেখ্য, রাশিয়া থেকে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে নির্মায়মান এই প্রকল্পের নির্মানকাজ সম্পন্ন হলে রাশিয়া জার্মানীতে প্রতিবছর ৫৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস বিরতিহীনভাবে সরবরাহ করতে সক্ষম হবে, যা জার্মানীর অর্থনীতিতে যথেস্ট ইতিবাচক সুফল এনে দেবে বলেই মত প্রকাশ করেছেন সংশ্লিষ্ট দেশগুলোর বিশেষজ্ঞরা ।

#০৮/০৬/২০২১, আন্তর্জাতিক ডেস্ক