চলমান সংবাদ

বিশ্ব পরিবেশ দিবসে ইকো’র ভার্চূয়াল সেমিনারে বক্তারা

বিদেশী উদ্ভিদের পরিবর্তে দেশীয় ফলজ ও ঔষধী উদ্ভিদ রোপনের আহবান- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এর ঘোষণা অনুযায়ী ‘পরিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকোর ভার্চুয়াল সেমিনার সভা আজ ৫ জুন বিকেল পাঁচটায় ইকোর সভাপতি মো. সরওয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় “রাস্তার পাশে বিদেশী সৌন্দর্যবর্ধক উদ্ভিদের পরিবর্তে দেশীয় ঔষধী উদ্ভিদ রোপন: সম্ভাবনা ও সুবিধা” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইকোর সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ ওমর ফারুক রাসেল। ইকোর সম্পাদক মণ্ডলীর সদস্য এস এম আবু ইউসুফ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় অংশ গ্রহণ করেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনূল ইসলাম খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ( উত্তর) বিজয় বসাক, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার)ড. বদিউল আলম, চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী পিন্টু চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: শহীদুল ইসলাম। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক করিম উল্যাহ, চ্যানেল বিডি নিউজ ২৪.কম চট্টগ্রামের প্রতিবেদক মিঠুন চৌধুরী, ইকোর সম্পাদক মণ্ডলীর সদস্য সাহেদ মুরাদ সাকু। সেমিনারে মূল প্রবন্ধের উপর আলোচনায় বক্তারা বলেন, দেশীয় অনেকগুলো গুরুত্বপূর্ণ ঔষধী উদ্ভিদ বিলু্প্তির পথে যেগুলো থেকে আবিষ্কার হতে পারে মরণব্যাধি কোন রোগের মহৌষধ। এসকল উদ্ভিদগুলোকে সংরক্ষণের জন্য চট্টগ্রাম শহর সহ সারা দেশের রাস্তার পাশে এসব ঔষধি গাছের চারা রোপন করার জন্য বক্তারা আহবান জানান। সেমিনারে ইকো’র পক্ষ থেকে রাস্তার পাশে কিংবা ফ্লাইওভারের নীচের জায়গাগুলোতে তিন স্তর বিশিষ্ট ঔষধী উদ্ভিদের বনায়ন করার প্রস্তাব করা হয়। বাংলাদেশে যারা হার্বাল ঔষধ তৈরী করে তারা বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে। ফলে বাংলাদেশ অনেকটা বিদেশী কাঁচামালের উপর নির্ভরশীল। ইকো’র গবেষকরা বলছেন, মানুষের মাঝে যদি ঔষধী উদ্ভিদ বনায়নে উৎসাহ সৃস্টি করতে পারলে বেকারত্ব দুর করার পাশাপাশি অনেক বেশী বৈদিশিক মুদ্রা অর্জন করা যাবে।বক্তারা বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষ্য করে দেশের বিপুল জনগোষ্ঠী বিশেষ করে তরুণ প্রজন্ম পরিবেশ ব্যবস্থা ও জীববৈচিত্র্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন।

#০৫.০৬.২০২১#