চলমান সংবাদ

মেঘনার ভাঙ্গন রোধ, পরিবেশ রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদের দাবীতে মানববন্ধন

নোয়াখালীতে মেঘনার ভাঙ্গন রোধ, পরিবেশ রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদের দাবীতে মানববন্ধন করেছে সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম। শনিবার ৫ জুন দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম সভাপতি পিবিআই চট্টগ্রাম মেট্রোর ইন্সপেক্টর (প্রশাসন) আবু জাফর মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদের রহমান নয়নের সঞ্চলনায় মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্য রাখেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। মানববন্ধনে বিশেষ হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আবদ্ল্লুাহ দিদার। ফিরোজ মাহমুদ, নাজিম উদ্দীন মাহমুদ, যুগ্ম- সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেন, যুগ্ম-সম্পাদক আবদুল গনি, সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদক নুর উদ্দীন খান। মানবন্ধনে বক্তারা বলেন, মেঘনার প্রবল ভাঙ্গনে বিলিন হচ্ছে সুবর্ণচরের বিস্তীর্ন জনপদ। ভেঙ্গে যাচ্ছে হাজার হাজার মানুষের ঘরবাড়ি,জমি-জমা,ভিটেমাটি সম্বল। এ ভাঙ্গন রোধে নদী রক্ষা বাঁধ দিয়ে এ অঞ্চলের মানুষের অস্তিত্ব যাতে রক্ষা হয় সে ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্থানীয় কিছু জনপ্রতিনিধি ও প্রভাবশালী লোকজন মেঘনা নদীর একটি বিশাল অংশ দখল করে নিয়েছে। বাঁধ দিয়ে মাছের প্রজেক্ট ও বাড়ী নির্মাণ করেছে। খালের মাঝেই নির্মাণ করা হয়েছে বসত বাড়ি। আবার দখলকৃত সেই খালের জায়গা ঘর-বাড়ি তৈরির জন্য বিক্রিও করছে। উচ্ছেদ অভিযানের মাধ্যমে খালের দখলকৃত অংশ উদ্ধার করে তা পুনঃখনন করা হলে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আসবে। প্রাকৃতিক পরিবেশ রক্ষা পাবে। পাশাপাশি শুষ্কমৌসুমে কৃষি কাজে নদীর পানি ব্যবহারের পথ সুগম হবে। বক্তারা এই দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন। # ০৫.০৬.২০২১/চট্টগ্রাম#