চলমান সংবাদ

নগরীর ৩৮টি স্পটে ফুটওভার ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত চসিক’র

চট্টগ্রাম নগরীতে ৩৮টি স্পটে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এর মধ্য দিয়ে নগরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কের মোড়ে ফুটওভার ব্রিজ না থাকায় নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তা পাড়াপাড়ে নগরবাসীকে অনেক দুর্ভোগ পোহানোর পাশপাশি সড়ক দূর্ঘটনার সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কের মোড়ে ফুটওভার ব্রিজ হলে নগরবাসীর ভোগান্তি অনেকাংশে লাগব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোববার (২৩ জানুয়ারি) সকালে নগরীর টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে এক অনুষ্ঠানে সিটি মেয়র রেজাউল করিম বলেন, চট্টগ্রাম হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের হাব। এই চট্টগ্রামের উন্নয়নে বর্তমান সরকার কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল নির্মাণ, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণ, মাতারাবাড়ি বিদ্যুৎ প্রকল্প, মহেশখালি গভীর সমুদ্র বন্দর, ফ্লাইওভার নির্মাণ, আইটি পার্ক স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে, যা পূর্বে কোন সরকার করেনি। তাই বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের পাশাপাশি চসিক নগরীর উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, নগরীতে যান চলাচল বৃদ্ধির কারণে রাস্তা পাড়াপাড়ে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে লাঘবে এবং সড়ক দূঘর্টনায় নিহত ও আহতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই চট্টগ্রাম নগরীতে ৩৮টি স্পট চিহ্নিত করে ফুটওভার ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে চসিক। মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম মাকসুদ আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করতে আসলে মেয়র এসব কথা বলেন। তিনি বলেন, চট্টগ্রাম ড্রাইডক লি: উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জাহাজ নির্মাণ শিল্পে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১সালে উন্নত বাংলাদেশ গঠনে জাহাজ নির্মাণ শিল্প অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মেয়রের এই বক্তব্যের আলোকে কমডোর এম মাকসুদ আলম বলেন, চট্টগ্রাম ড্রাইডক চসিক’র উন্নয়ন কাজে অংশীদার হতে আগ্রহী। তিনি চসিক গৃহীত ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণে ও এর সৌন্দর্য্যবর্ধনের কাজে অংশীদার হওয়ার এবং আর্বজনা সংরক্ষণের জন্য চসিককে গ্যার্বেজ কন্টেইনার সরবরাহের ইচ্ছা পোষণ করেন। মেয়র ড্রাইডক ব্যবস্থাপককে এই ব্যাপারে প্রতিবেদন আকারে প্রস্তাব পাঠানোর পরামর্শ দেন। এসময় চট্টগ্রাম ড্রাইডক লি: ক্যাপ্টেন হামিদ ও চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।
# ২৩.০১.২০২২ চট্টগ্রাম #