চলমান সংবাদ

চট্টগ্রামে গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মুহুরী হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ‘শিবির ক্যাডার’ মহিউদ্দিন ১৮ বছর পর গ্রেপ্তার

বহুল আলোচিত অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহিউদ্দিনকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকান্ডের রায় ঘোষণার পর দুবাই পালিয়ে গিয়েছিল দুর্ধর্ষ শিবির ক্যাডার মহিউদ্দিন। দেড়যুগ পর দেশে ফেরার পর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) রাতে নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকা থেকে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০১ সালের ১৬ নভেম্বর চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর (৬০) নগরীর জামালখানস্থ বাসায় ঢুকে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। তাঁর স্ত্রী রেলওয়ের তৎকালীন অডিট কর্মকর্তা উমা মুহুরী সেদিনই চট্টগ্রামের কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার বিচার শেষে শিবির ক্যাডার নাসির ওরফে গিট্টু নাসির, আজম, আলমগীর ও মন্টুকে মৃত্যুদন্ড দেন চট্টগ্রামের জজ আদালত। এছাড়া রায়ে মহিউদ্দিন ওরফে মহিনউদ্দিন, হাবিব খান, সাইফুল ওরফে ছোট সাইফুল ও শাহাজাহানকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। গ্রেপ্তার মহিউদ্দিন এ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত নাসিরের ছোট ভাই এবং হাটহাজারী থানার মান্দাকিনি গ্রামের এলাহী বক্সের ছেলে। মামলার ১২ জন আসামির মধ্যে ৪ জন বিচার চলাকালীন সময়ে মৃত্যুবরণ করে। দন্ডিত বাকি ৮ জনের মধ্যে ৬ জন আসামি জেলহাজতে আছে। র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ‘২০০৩ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যা মামলার রায় ঘোষণার পর পালিয়ে দুবাই চলে গিয়েছিল মহিউদ্দিন। প্রায় ১৮ বছর প্রবাসে পালিয়ে থাকার পর গত ২৯ অক্টোবর তিনি দেশে আসেন। দুবাইয়ে ১৮ বছর পলাতক ছিলেন তিনি। দেশে ফিরে আবারো দুবাই যাওয়ার প্রস্তুতিকালে রাতে সুগন্ধা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’
# ২৩.০১.২০২২ চট্টগ্রাম #