চলমান সংবাদ

হাতি হত্যার দায়ে বাবা-ছেলে কারাগারে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বৈদ্যুতিক ফাঁদ পেতে হাতি হত্যা মামলায় দু’জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযুক্ত দু’জন সম্পর্কে বাবা ও ছেলে। হাতি হত্যার দায়ে দেশে প্রথম কোন অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হল। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাঁশখালীর সহকারি জজ আদালতের বিচারক মো. মাঈনুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর ) বন বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্ত মোহাম্মদ কালাম (৬৫) ও ছেলে নেজামের বাড়ি সাতকানিয়া উপজেলায়। গত ৩০ নভেম্বর বিকেলে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমণি পাহাড়ে একটি হাতিকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। বন বিভাগ হাতিটির মৃতদেহ উদ্ধার করে। পরে ডুলাহাজারা সাফারি পার্ক থেকে চিকিৎসক এসে হাতিটির ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহ করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিকল্পিতভাবে বৈদ্যুতিক ফাঁদ পেতে হাতিটিকে হত্যা করা হয়। এ ঘটনায় ৬ ডিসেম্বর বন্যপ্রাণীর নিরাপত্তা ও সংরক্ষণ আইনে বন বিভাগের পক্ষ থেকে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন কালীপুর রেঞ্জের সাধনপুর বিট কর্মকর্তা দেলোয়ার হোসেন। মামলায় কালাম ও নেজামসহ তিনজনকে আসামি করা হয়। চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মো. সফিকুল ইসলাম বলেন, পাহাড়ের ফসলের ক্ষেতে দেওয়া ঘেরায় জিআই তার লাগিয়ে বিদ্যুতায়ন করে দিয়েছিল আসামিরা। হাতি হেঁটে যাবার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। মামলা দায়েরের পর আমরা তিনজনকে আদালতে আত্মসমর্পণে চাপ সৃষ্টি করি। দু’জন আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। পলাতক একজনকে আমরা খুঁজছি। প্রসঙ্গত গত একমাসে চট্টগ্রাম-কক্সবাজার মিলে অন্তঃত পাঁচটি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে হাতি হত্যার দায়ে প্রথম দু’জনকে কারাগারে পাঠানো হল বলে বন বিভাগের এই কর্মকর্তা জানিয়েছেন।
# ১৪.১২.২০২১ চট্টগ্রাম #