চলমান সংবাদ

সিপিবি কোতোয়ালি থানার সুধী সমাবেশে ভাত ও ভোটের অধিকার আদায়ে গণসংগ্রাম এগিয়ে নেয়ার আহবান

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কোতোয়ালি থানা, চট্টগ্রামের উদ্যোগে আজ ২৯ এপ্রিল, ২০২২ শুক্রবার বিকাল ৪ টায় পার্টি কার্যালয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহা, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, প্রকাশ ঘোষ, বাবুল বিশ্বাস,  রমেন দাশ গুপ্ত,  রুপন কান্তি ধর, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন, অয়ন সেন, নাবিল, তাহলিল অর্ণব প্রমুখ।
বক্তারা বলেন, করোনার আঘাতে মানুষ যখন বিপর্যস্ত, তখন ‘দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া’র ধাক্কায় মানুষের দৈনন্দিন জীবন চরম হুমকির মধ্যে পড়েছে।গণবিরোধী সরকার লুটেরা, মুনাফাখোর, মজুতদারদের ‘পাহারাদার’ হিসেবে ব্যবসায়ী-সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে। চাল,ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার সিন্ডিকেটের দখলে। সিণ্ডিকেট ও লুটপাটের ধাক্কায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে। ‘
বক্তারা আরো বলেন, দেশের গরীব ও মধ্যবিত্ত মানুষের আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় মানুষ নৈমিত্তিক জীবন যাপন করতে হিমশিম খাচ্ছে।লুটপাটতন্ত্র, ঘুষ, দূর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা জনজীবনকে দূর্বিসহ করে তুলেছে। কর্তৃত্ববাদী জীবন ব্যবস্থার যাঁতাকলে মানুষ পিষ্ট। তাই বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে টিসিবি’র পণ্য বিক্রি বাড়াতে হবে এবং স্থায়ী রেশনিং ও গণবণ্টন ব্যবস্থা চালু করতে হবে, পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান খুলতে হবে, সরকারি উদ্যোগে নিত্যপণ্য রাখার স্টক গড়ে তুলতে হবে। ভাত ও ভোটের অধিকার আদায়ে গণসংগ্রাম গড়ে তুলতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বক্তরা বলেন, মানব মুক্তির জন্য চলমান দুঃশাসনের অবসান ঘটিয়ে বাম গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে।

# ২৯/০৪/২০২২, প্রেস বিজ্ঞপ্তি #