মাথায় করে গিলাফ-ফুল নিয়ে আমানত শাহ মাজারে গেলেন ভারতের সহকারী হাইকমিশনার
মাথায় করে গিলাফ ও ফুল নিয়ে হজরত শাহসুফি আমানত খানের (র.) দরগাহ মাজারে গেলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। এসময় তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর জেল রোডে প্রখ্যাত সুফি সাধক শাহ আমানতের মাজার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। রাজীব রঞ্জন বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বর্তমানে অত্যন্ত মজবুত ও দৃঢ়। আশা করি, ভবিষ্যতে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। দুই দেশের মানুষ সুখ ও সমৃদ্ধিতে বসবাস করবে এই কামনা করি। এই উপমহাদেশের মানুষের মাঝে যেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান তা যেন অটুট থাকে। তিনি বলেন, ‘এখন রমজান মাস চলছে। আমি অত্যন্ত প্রখ্যাত একজন সাধক শাহ আমানতের দরগাহতে এসেছি। আমি রমজান উপলক্ষে এখানকার মানুষের জন্য সামান্য ঈদ উপহার এনেছি।’ এর আগে দুপুর ১২টার দিকে ভারতের সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন মাথায় করে গিলাফ ও ফুল নিয়ে মাজারে প্রবেশ করেন। সেখানে তিনি ফুল ও গিলাফ দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মাজার পরিচালনা পরিষদের পক্ষে ফরিদ উদ্দিন মো. আলী খান ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা খাজা বেলায়েত উল্লাহ খান, আমান উদ্দিন আবদুল্লাহ, জিয়া উদ্দিন খান, খাদেমগণ। শেষে মোনাজাত পরিচালনা করেন শাহজাদা ফরিদ উদ্দিন মো. আলী খান। পরে ভারতের সহকারী হাইকমিশনার মাজার প্রাঙ্গণে উপস্থিত ভাসমান দুঃস্থ লোকজনের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন। # ২৭.০৪.২০২২ চট্টগ্রাম #