চলমান সংবাদ

চট্টগ্রামে খালে পড়া নারীকে জীবিত উদ্ধার করলো ফায়ার সার্ভিস

নগরীতে খালে পড়ে যাওয়া ষাটোর্ধ্ব এক নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে নগরীর চান্দগাঁও থানার কালুরঘাটে ইব্রাহিম ম্যাচ ফ্যাক্টরির পেছনে উসমানিয়া খাল থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।

ওই নারী খালে পড়ে কাদায় আটকে পড়েছিলেন জানিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন, ওই নারী খালে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

আনুমানিক ৬৫ বছর বয়সী ওই নারীকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কাছে তিনি নিজের নাম-পরিচয় প্রকাশ করেননি।

চান্দগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, ‘সকাল পৌনে ১০টার দিকে স্থানীয় লোকজন ফোন করে জানান, এক নারীর উসমানিয়া খালে আটকা পড়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, ওই নারীর শরীরের প্রায় পুরো অংশই কাদায় আটকে গেছে। শুধু মাথা, নাক, মুখ এবং দুই হাত দেখা যাচ্ছিল। হাত দিয়ে ইশারায় তিনি বাঁচানোর জন্য বলছিলেন।

আমাদের টিম কাদায় নেমে তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। পোশাক থেকে কাদা পরিস্কার করে তাকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, আমরা বারবার ওই নারীর পরিচয় জানতে চাইলেও উনি নাম-পরিচয় বলেননি। মানসিকভাবে বিপর্যস্ত বলে মনে হয়েছে। তবে ভাসমান বলে মনে হয়নি। স্থানীয়রা কেউ তাকে কোনোদিন এলাকায় দেখেননি। আমাদের ধারণা, মানসিক বিপর্যয় থেকে বাসা থেকে বেরিয়ে তিনি খালে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।’

# ১৫.০৪.২০২২ চট্টগ্রাম #