চলমান সংবাদ

নিরাত্মা

-জিললুর রহমান

শরীর দেখেছি কেটে
কতবার কুটিকুটি করে,
দৃষ্টিকে রেখেছি তীক্ষ্ণ
এদেহের প্রতিটি কোটরে;
দেখিনি কখনো তাকে,
আত্মা বলে ডাকো যাকে,
হতে পারে সে ছিল না,
শরীরের কোন আঁকেবাঁকে।
অলৌকিক বলে কিছু
বিজ্ঞানের জানাশোনা নেই
সবকিছু ভুল দেখা
হয়তোবা  জ্বরের ঘোরেই।
এ জীবন রসাধার
দুঃখের আয়নায় তাকে চিনি,
দুঃখ তার সুক্ষ্মতার
কাছাকাছি কখনো পৌঁছেনি।
(স্বরূপ রতন লালনকে উৎসর্গিত)