চলমান সংবাদ

অবন্তিকাকে আত্মহত্যার প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম মহিলা পরিষদ

২২ মার্চ সকাল সাড়ে ১০টায় দোস্ত বিল্ডিং চত্বরে জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের   আইন বিভাগের ছাত্র  রায়হান সিদ্দিকী আম্মান এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলাম কর্তৃক জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের  আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে মর্মান্তিক আত্মহত্যার প্ররোচনার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি অধ্যাপক লতিফা কবিরের সভাপতিত্বে এবং লিগ্যাল এইড সম্পাদক ভারপ্রাপ্ত রীতা মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন মহিলা পরিষদ চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সীতারা শামীম।
সমাবেশে চটগ্রাম জেলা এবং তৃণমূল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা অবন্তিকাকে মর্মান্তিক আত্মহত্যার প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি করেন।