শিল্প সাহিত্য

নিশিদিনের না বলা উপাখ্যান …

– সেলিনা সুমি

দাঁড়াও একটু সময়, কিছু কথা ছিল,
ভয় পেয়না সময় নষ্ট হবেনা
সাদামাটা কিছু কথা, তবু সংসারে তা বড় দামী।
মরার আগে সব ভাগ করে দিতে হয় শুনেছি অনেকবার
কাগজ- মাটি ওসব নেই তবুও যা আছে, সবটাই দেবো হাত খুলে,
ওসব নেয়ার লোকের অভাব হবে না, জানি।
ভাবছি, জীবনভর খুব যত্ন করে কষ্ট লুকিয়ে রেখেছিলাম তা কাকে দেবো,
কে নেবে আমার নিশিদিনের না বলা উপাখ্যান।
সেগুলোও তো দিয়ে দিতে হবে,
সময় তো মুঠো ভরা বালির মতই ধরতে চাইলেই সব
আঙ্গুলের ফাঁক ফোঁকর দিয়ে চলে যাবে,
ঠিক যেমন করে তুমি চলে গেছ …আর ফিরে আসবেনা বলে।

সেলিনা সুমিঃ কবি ও প্রাবন্ধিক