চলমান সংবাদ

টিইউসি চট্টগ্রাম জেলার উদ্যোগে কম্বল বিতরণ

কম্বল বিতরণ করছেন প্রধান অতিথি মোঃ মোখলেছুর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার, উত্তর বিভাগ।

গতকাল (২৪ জানুয়ারী, বুধবার) বিকাল ৩টায় প্রবর্তক স্কুল এন্ড কলেজ মিলানায়তেনে দরিদ্র শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।কম্বল বিরতন পূর্ব এক সংক্ষিপ্ত সভা টিইউসি চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এবং টিইউসি চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান এর সঞ্চালনায় উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক জনাব আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ চাকমা, এছাড়া টিইউসি পাহাড়তলী আঞ্চলিক শাখার সভাপতি মীর ইলিয়াছ,টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম মহানগর কমিটির আহŸায়ক আব্দুর শুক্কুর, বায়েজিদ থানা কমিটির সাধারন সম্পাদক মহিন উদ্দিন, পাঁচলাইশ থানা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সদরঘাট থানা কমিটির সাধারণ সম্পাদক আব্বাছ উদ্দিন, পাহাড়তলী থানা কমিটির মোঃ নুরুল আবছার, বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হানিফ ও সাধারণ সম্পাদক নুরুল আলম, কমিউনিটি সেন্টার ও ডেকোরের্টাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ তফাজ্জল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক মো সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ, নারী কমিটির আদুরী কনা, হামিদা বেগম, সুপর্ণা বড়ুয়া, মোকাদ্দেছা খানম, রুমি আক্তার, হোটেল সেন্ট মার্টিন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি শ্রমিকদের কম্বল বিতরনে পুলিশ প্রশাসনকে সম্পৃক্ত করায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রকে ধন্যবাদ জানান। তিনি এ ধরনের মানবিক কাজে সমাজের বিত্তবান এবং কর্পোরেট প্রতিষ্ঠান সমূহকে এগিয়ে আসার আহŸান জানান।
বিশেষ অতিথি জনাব আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত বলেন আমি শ্রমিকদের কল্যানে সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্ববোধ করছি। ভবিষ্যতে তিনি এ ধরনের কার্যক্রমে আরো জোড়ালো ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। সভার সভাপতি তপন দত্ত মাননীয় পুলিশ কমিশনার ও চট্টগ্রামের পুলিশ প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাব্যবস্থাপককে কম্বল বিতরনে সহযোগিতা প্রদান করায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র তথা শ্রমজীবী মানুষের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সভায় নির্মাণ শ্রমিক, বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান শ্রমিক, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক, কমিউনিটি সেন্টার ও ডেকোরের্টাস শ্রমিকদের মাঝে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার জনাব কৃষ্ণপদ রায় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিপ্তর চট্টগ্রামের উপ মহাপরিদর্শক জনাব আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত কর্তৃক প্রদত্ত কম্বল বিতরণ করা হয়।