চলমান সংবাদ

চট্টগ্রামে ছয়টি বেহুন্দি ও দুই লাখ মিটারের দশটি চরঘেরা জাল জব্দ

অভিযান চালিয়ে ছয়টি বেহুন্দি ও দুই লাখ মিটারের দশটি চরঘেরা জাল জব্দ করেছে চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর। মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, চরঘেরা জাল এবং অন্যান্য নিষিদ্ধ জাল অপসারণে ‘বিশেষ কম্বিং অপারেশন-২০২৪’ এর দ্বিতীয় ধাপের বাস্তবায়নে বুধবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রাম এবং বাংলাদেশ নৌ-বাহিনীর যৌথ প্রচেষ্টায় চট্টগ্রাম সিটির বহি:নোঙ্গর, সীবীচ, কাটঘর, আকমল আলী ঘাট, আনন্দ বাজার, দক্ষিণ কাট্টলী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ছয়টি বেহুন্দিসহ ও আনুমানিক আট লাখ টাকার দশটি চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ্র, বাংলাদেশ নৌবাহিনীর পেটি অফিসার মো. কিবরিয়া।