শিল্প সাহিত্য

সেলিনা সুমির কবিতা

কোথাও কি এমন কোন আরশি পাওয়া যায়?
যে আরশিতে তাকালে নোনা ভেজা কাজল লেপ্টে থাকা চোখ
আর তার বোবা চাহনি দেখা যাবেনা।
জেগে থাকা নির্ঘুম রাত, বুকের ভেতর জমানো ঘুনপোকা, একলা বাড়ি ফেরা, অপেক্ষায় থেকে থেকে বয়সী বটের সাথে বলা সব গল্পের বিনিময়ে কিনে নিতাম।
যদি এসবেও না হয় সমান মূল্য
তবে আরো অনেক জমানো কষ্ট আছে দিয়ে দেবো বেহিসেবি, তাতেও না হলে অপ্রাপ্তি সব দেবো মুঠো ভরে ভরে,
একটা আস্ত মন খারাপের সকাল সন্ধ্যা বিকেল দেবো,
তারা ঝরা রাত,তাতেও না হলে লুকিয়ে রাখা ভালবাসা
দিয়ে দেবো সব।
তবুও অমন একটা আরশি চাই যেখানে হারিয়ে যাওয়া
নিজের সেই পরিচিত হাসিটা আবার দেখতে পাবো ….।
সেলিনা সুমিঃ কবি ও প্রান্ধিক