শিল্প সাহিত্য

বিবাগী ছন্দ

-সবুর খান

পাখী যদি না ওড়ে,
বাতাস না বহে
ঘূড়ি হয় সূতা ছাড়া,
লাটাই না ঘুরে দোঁহা হয় একাকী,
বিরহে না দহে সেতার তার বিনে,
বেহালা বেসুরে;
আমার ছন্দ বিবাগী হয়ে মরে ছুঁড়ে ছুঁড়ে॥

( জুলাই ০৫, ১৯৭০; ১৪২ নং কক্ষ, প্রকৌ. বিশ্ব.)