শিল্প সাহিত্য

মাহ্‌আশা আমিনী

-নাহিদ ফারজানা

মেঘ গিলে খাও মেয়ে
মেঘ গিলে খাও
রোদে শরীর পোড়াও
তামাটে শরীরে
ঝড়ের মতোন ক্ষিপ্র
আলুথালু খোলা চুল ওড়াও।
চৈত্রের দীঘল রজনীতে
আগুন জ্বালিয়ে নিয়ম পোড়াও
রাত পাখি টা ডাকছে কেবল
তাকে ভোর দেখাও ।
ভালোবাসো আর  বাঁচো।
যতদূর যেতে হয়,
 তেপান্তরেরও ওপারে ,যাও
এবং জেগে ওঠো
এবং উল্লাস করো।
স্ফুলিঙ্গের মত ছড়িয়ে দাও
চতুর্দিকে জ্বলে উঠুক দাবানল
পোড়াক যত নিয়মকর্তাদের চুল
দাউ দাউ জ্বলুক পথ ঘাট
উদ্দীপ্ত মানুষের অবিরত কোলাহল
ধ্বনি প্রতিধ্বনির ঢেউ উঠুক
বন্যার মত ভাসিয়ে নিয়ে যাক
আগুনের প্লাবন ।
তবেই তো মুক্ত হবে
তবেই তো আপন স্বত্তার সম্মান।
ছিঁড়েখুঁড়ে যাবে যত
অপশাসনের ক্লীন্ন  দড়িদড়া ।
নব সৃষ্টির আনন্দঘন যাপনে
সেই হবে মানুষের স্বকীয় অস্তিত্ব।