শিল্প সাহিত্য

কালযাপন

-নাহিদ ফারজানা 

 পুড়ন্ত মন পুড়ছে পুড়ুক
বেহিসেবি আগুন হয়ে জ্বলি যদি
জ্বালতে পারি আলো ‘।
সেইতো আমার আলো’ ।
তাইতো আমার স্রোতস্বিনী আলোর একটি নদি ।
ঘুর ঘুর ঘুরন্ত এই সময়
বদলে  দিলে গতি
চেরাপুন্জিতে মেঘ ঘনাবে সেদিন ।
শিলং পাহাড় কুয়াশাতে  নিবিড় ,
ধ্রুপদ থামবে আমার উঠোনেতে
নুপূরেরি নিক্কণেতে  বেজে উঠবে যেদিন ।
সুর তাল লয়কারিতে নেচে উঠবে মন
চতুর্দিকে রেঙে উঠবে  ভুবন।
বনাঞ্চলে বৃক্ষরাজি মেলে নতুন পাতা
লতাগুল্মে ফুলের মেলা যেন কবির খাতা
বর্ণে বর্ণে সেজে উঠবে নতুন সৃষ্টি রূপে
নতুন নতুন ছবি আঁকা হবে  নতুন গল্পে ।